একজন অর্থোপেডিক চিকিৎক হাড়-জোড়ার ব্যথা, বাত জনিত রোগ, হাড়ভাঙা রোগীদের প্লাস্টার/অপারেশন ইত্যাদি করে থাকেন। এছাড়াও দীর্ঘমেয়াদী ঘাড়/পিঠ/কোমর ব্যথা, হাটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, হাতের কবজি ব্যথা, জন্মগত বাঁকা পা/মুগুর পা, জন্মগত বিকলাঙ্গতা ইত্যাদি রোগের চিকিৎসা প্রদান করে থাকেন।
হাড় ভাঙা অপারেশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট যেমন হাটু, কোমর প্রতিস্থাপন, মেরুদন্ডের অপারেশন, বাঁকা হাত পায়ের অপারেশন, হাত-পায়ের টিউমার অপারেশন ইত্যাদি। বিস্তারিত জানতে Operation Gallery ভিজিট করুন।
সরাসরি পরামর্শ গ্রহণের জন্য চেম্বারে আসুন। হালনাগাদ চেম্বার ঠিকানা, পরামর্শের সময়, এপয়েন্টমেন্টের নাম্বার জানতে ওয়েবসাইট ভিজিট করুন।
জ্বি। আপনি চাইলে অনলাইনেও পরামর্শ নিতে পারবেন। টেলিমেডিসিন সেবার মাধ্যমে ঘরে বসেই পরামর্শ নিতে পারবেন।
ওয়েবসাইটে উল্লেখিত হাসপাতালের এপয়েন্টমেন্ট নাম্বারে কল করে এপয়েন্টমেন্ট বুক করুন। উল্লেখিত নাম্বারগুলোতে যোগাযোগে ব্যর্থ হলে 01898201466 নাম্বারে যোগাযোগ করুন।
অবশ্যই পূর্বের প্রেসক্রিপশন এবং রিপোর্ট সাথে করে নিয়ে আসুন। এক্সরে এবং এমআরআই'র ক্ষেত্রে ফিল্ম নিয়ে আসবেন।
পরামর্শ নেবার সময় পাসপোর্টে উল্লেখিত নামের বানানের সাথে প্রেসক্রিপশনের নামের বানান মিল হয়েছে কিনা দেখুন। প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সাধারণত নিয়ে যাওয়া যায়।
প্রথম ভিজিট - ৬০০/-
এক মাসের মধ্যে পরবর্তী ভিজিট - ৪০০/-
রিপোর্ট ফি - ৩০০/-
জ্বি। টেলিমেডিসিন পরিসেবার জন্য নির্ধারিত ফি প্রযোজ্য।
পুশিং চার্জ - ২৫০০/- (মেডিসিন এবং আনুষঙ্গিক আলাদা)
হাতের প্লাস্টার - ৩৫০০/-
পায়ের প্লাস্টার - ৪৫০০/-
হিপ স্পাইকা - ৬৫০০/-
অপারেশন ফি নির্ভর করে অপারেশনের ধরন, হাসপাতালে অবস্থানের সময়, রোগীর শারীরিক অবস্থা, কো-মরবিডিটি ইত্যাদির উপর ভিত্তি করে। অপারেশনের ফি সম্পর্কে ধারণা পেতে সরাসরি যোগাযোগ করুন।