হাঁটু ব্যথা বা Knee Pain সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়, তবে বয়স বাড়ার সাথে সাথে এর প্রবণতা বেশি হয়। দীর্ঘদিন হাঁটা-চলা, সিঁড়ি ভাঙা, অতিরিক্ত ওজন, পুরনো আঘাত বা বয়সজনিত ক্ষয়ের কারণে হাঁটু ব্যথা হতে পারে। অনেকেই এই ব্যথাকে সাধারণ ভেবে অবহেলা করেন, কিন্তু সময়মতো চিকিৎসা না নিলে সমস্যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।
সঠিক সময়ে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে হাঁটু ব্যথার কার্যকর সমাধান সম্ভব।
হাঁটু ব্যথার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন—
অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
হাঁটুর লিগামেন্ট বা মেনিস্কাসে আঘাত
বয়সজনিত জয়েন্ট ক্ষয়
অতিরিক্ত ওজন
দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করা বা ভারী কাজ
দুর্ঘটনা বা পড়ে যাওয়া
হাঁটু ব্যথার কারণ বুঝে চিকিৎসা না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে।
নিচের লক্ষণগুলো থাকলে অবহেলা করা উচিত নয়—
হাঁটুতে ব্যথা বা ফুলে যাওয়া
হাঁটতে বা সিঁড়ি উঠতে কষ্ট হওয়া
বসা থেকে উঠতে ব্যথা
হাঁটু শক্ত বা লক হয়ে যাওয়া
হাঁটুর ভেতরে শব্দ হওয়া
এই লক্ষণগুলো হাঁটু জয়েন্ট সমস্যার ইঙ্গিত দেয়।
কয়েক সপ্তাহের বেশি উপসর্গ থাকা।
পূর্ণ শারীরিক বিশ্রামে ব্যথার তীব্রতা উপশম না হওয়া।
দাঁড়িয়ে থাকা/ হাঁটাচলার সাথে ব্যথা তীব্রতর হলে।
ব্যথা হাঁটু থেকে পায়ের মাংসপেশীতে ছড়িয়ে পড়লে।
হাঁটু বাঁকিয়ে যাওয়া।
আনুষঙ্গিক অন্যান্য উপসর্গ যেমন, জ্বর থাকা, শরীরের ওজন ক্রমাগত কমে যাওয়া ইত্যাদি।
বর্তমানে অধিকাংশ Knee Pain-এর ক্ষেত্রেই অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসার মধ্যে থাকতে পারে—
প্রয়োজন অনুযায়ী ওষুধ চিকিৎসা
ফিজিওথেরাপি ও হাঁটুর এক্সারসাইজ
ওজন নিয়ন্ত্রণ ও লাইফস্টাইল পরিবর্তন
হাঁটুতে ইনজেকশন থেরাপি (প্রয়োজন অনুযায়ী)
জটিল ক্ষেত্রে আধুনিক জয়েন্ট সার্জারি
সঠিক রোগ নির্ণয়ই সফল চিকিৎসার মূল ভিত্তি।
অনেকেই ব্যথানাশক খেয়ে বা তেল-মলম ব্যবহার করে সমস্যার সমাধান করতে চান। এতে সাময়িক আরাম মিললেও হাঁটুর ভেতরের ক্ষয় বা আঘাত ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে ভবিষ্যতে চিকিৎসা জটিল হয়ে যেতে পারে।
আপনি যদি হাঁটু ব্যথায় ভুগে থাকেন, দেরি না করে একজন অর্থোপেডিক ও জয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা আপনাকে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ
এপয়েন্টমেন্ট: 09610995555
তথ্যের জন্যঃ 01898201466
নিয়মিত রোগী সচেতনতা পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
Rehabilitation programs play vital role in knee pain due to Osteoarthritis. To know detail about rehabilitation program click here
To view some of our previous surgery click here
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes