ফুট ড্রপ কোনো স্বতন্ত্র রোগ নয়—এটি একটি নিউরোলজিক্যাল লক্ষণ, যেখানে রোগী হাঁটার সময় পায়ের সামনের অংশ (পায়ের পাতা ও আঙুল) ঠিকমতো তুলতে পারেন না। ফলে হাঁটার সময় পা টেনে চলতে হয় বা হঠাৎ হোঁচট খাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
এই সমস্যাটি সময়মতো শনাক্ত ও সঠিকভাবে মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর পেছনে স্নায়ু, মেরুদণ্ড বা মস্তিষ্কসংক্রান্ত গুরুতর কারণ থাকতে পারে।
ফুট ড্রপ সাধারণত হয়ে থাকে পায়ের মাংসপেশির নিয়ন্ত্রণকারী স্নায়ুর সমস্যায়। অন্যতম কারণগুলো নিম্নরূপ-
Common Peroneal Nerve Injury: হাঁটুর নিচে বাইরের দিকে এই নার্ভটি থাকে। এখানে আঘাতপ্রাপ্ত হলে ফুট ড্রপ হতে পারে।
মেরুদণ্ডের সমস্যাঃ লাম্বার ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস ইত্যাদিতে নার্ভে প্রেশারের কারণে যদি এই নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।
স্ট্রোক বা ব্রেইন ইনজুরিঃ মস্তিষ্কের নির্দিষ্ট অংশ আক্রান্ত হলে পায়ের নড়াচড়া দুর্বল হয়ে যেতে পারে।
ডায়বেটিক নিউরোপ্যাথিঃ দীর্ঘ দিনের অনিয়ন্ত্রিত ডায়বেটিসে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে
ট্রমা বা অপারেশন পরবর্তী জটিলতাঃ হাঁটু, হিপ ও স্পাইন সার্জারির পর কিছু ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে।
ফুট ড্রপের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
হাঁটার সময় পায়ের পাতা মাটিতে লেগে যাওয়া
হাঁটার সময় হাঁটু অস্বাভাবিকভাবে বেশি উঁচু করে তুলতে হওয়া (High stepping gait)
বারবার হোঁচট খাওয়া বা পড়ে যাওয়ার প্রবণতা
পায়ের সামনের অংশে দুর্বলতা বা অবশভাব
এই লক্ষণগুলো হঠাৎ শুরু হলে বিষয়টি কখনোই অবহেলা করা উচিত নয়।
ফুট ড্রপের ক্ষেত্রে শুধু পা পরীক্ষা করলেই যথেষ্ট নয়। কারণ নির্ণয়ের জন্য প্রয়োজন—
বিস্তারিত ক্লিনিক্যাল নিউরোলজিক্যাল পরীক্ষা
প্রয়োজনে MRI (স্পাইন বা ব্রেইন)
Nerve Conduction Study (NCS) / EMG
রক্ত পরীক্ষা (বিশেষ করে ডায়াবেটিস বা ভিটামিনের ঘাটতি সন্দেহ হলে)
সঠিক কারণ নির্ণয় না হলে চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায়।
ফুট ড্রপের চিকিৎসা পুরোপুরি নির্ভর করে এর মূল কারণের ওপর।
কনজারভেটিভ চিকিৎসা
অনেক ক্ষেত্রে ওষুধ, নিয়ন্ত্রিত রিহ্যাবিলিটেশন ও ব্রেস (Ankle Foot Orthosis – AFO) ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়।
নার্ভ বা স্পাইন সংশ্লিষ্ট সার্জারি
যদি স্নায়ু চাপে থাকে বা গুরুতর কাঠামোগত সমস্যা থাকে, তখন অপারেশন প্রয়োজন হতে পারে।
ফলো-আপ ও পর্যবেক্ষণ
স্নায়ুর পুনরুদ্ধার সময়সাপেক্ষ। নিয়মিত মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিচের পরিস্থিতিতে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন—
হঠাৎ পা ঝুলে যাওয়া
পায়ের দুর্বলতা দ্রুত বাড়তে থাকা
কোমর বা পিঠের তীব্র ব্যথার সাথে ফুট ড্রপ
স্ট্রোকের উপসর্গের সাথে পা না ওঠা
ফুট ড্রপ একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত—এটি শরীরের স্নায়ুতন্ত্রে কোনো সমস্যার ইঙ্গিত দেয়। সময়মতো সঠিক মূল্যায়ন ও চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই স্থায়ী জটিলতা এড়ানো সম্ভব।
অযথা দেরি না করে উপসর্গ শুরু হলে একজন অর্থোপেডিক বা নিউরো-সংক্রান্ত বিশেষজ্ঞের সরাসরি পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ
এপয়েন্টমেন্ট: 09610995555
তথ্যের জন্যঃ 01898201466
নিয়মিত রোগী সচেতনতা পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes