ঘাড়, পিঠ বা কোমর ব্যথা আমাদের দেশে খুবই সাধারণ সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো পেশীজনিত বা অস্থায়ী এবং বিশ্রাম, ওষুধ বা রিহ্যাবিলিটেশনে ভালো হয়ে যায়।
কিন্তু কিছু বিশেষ লক্ষণ (Red Flag Signs) আছে, যেগুলো দেখা দিলে বিষয়টি আর সাধারণ ব্যথা থাকে না। এসব ক্ষেত্রে দেরি না করে দ্রুত অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
এই আর্টিকেলে স্পাইন সমস্যার সেই গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ লক্ষণগুলো সহজ ভাষায় তুলে ধরা হলো।
রেড ফ্ল্যাগ সাইন মানে হলো এমন উপসর্গ, যা গুরুতর রোগ, স্নায়ু ক্ষতি, সংক্রমণ বা টিউমারের ইঙ্গিত দিতে পারে। এসব লক্ষণ থাকলে শুধুমাত্র ব্যথানাশক খেয়ে বা নিজে নিজে এক্সারসাইজ করে সময় নষ্ট করা বিপজ্জনক হতে পারে।
হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া
জিনিস ধরতে বা তুলতে শক্তি কমে যাওয়া
ধীরে ধীরে শক্তি কমতে থাকা
➡️ এটি স্পাইন থেকে বের হওয়া স্নায়ুর উপর চাপ বা ক্ষতির লক্ষণ হতে পারে।
আঙুলে অবশ লাগা
পায়ে সূচ ফোটার মতো অনুভূতি
একপাশে বেশি অনুভূত হওয়া
➡️ ডিস্ক সমস্যা বা স্নায়ু চাপে এমন হতে পারে।
হঠাৎ প্রস্রাব ধরে রাখতে না পারা
প্রস্রাব না হওয়া
পায়খানা নিয়ন্ত্রণ হারানো
➡️ এটি Cauda Equina Syndrome-এর মতো জরুরি অবস্থা নির্দেশ করতে পারে।
👉 একে কখনোই অবহেলা করা যাবে না।
ঘুমের মধ্যে ব্যথায় ঘুম ভেঙে যায়
বিশ্রাম নিলেও ব্যথা কমে না
➡️ সংক্রমণ, টিউমার বা অন্য গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।
পড়ে যাওয়া বা হালকা ধাক্কায় তীব্র ব্যথা
বয়স্ক রোগী বা অস্টিওপোরোসিস থাকলে
➡️ স্পাইন ফ্র্যাকচারের সম্ভাবনা থাকতে পারে।
অকারণে ওজন কমে যাওয়া
দীর্ঘদিন জ্বর
ব্যথার সাথে শারীরিক দুর্বলতা
➡️ স্পাইন ইনফেকশন বা ক্যান্সারের লক্ষণ হতে পারে।
৬–৮ সপ্তাহেও ব্যথা না কমা
নিয়মিত ওষুধ ও বিশ্রামেও উন্নতি না হওয়া
➡️ বিস্তারিত পরীক্ষা ও মূল্যায়ন প্রয়োজন।
ইউটিউব দেখে নিজের মতো এক্সারসাইজ শুরু করা
ব্যথা বাড়লেও জোর করে কাজ চালিয়ে যাওয়া
শুধু পেইনকিলার খেয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া
সব ব্যথা এক নয়—কিছু ব্যথা সতর্কবার্তা দেয়।
যদি উপরোক্ত যেকোনো একটি রেড ফ্ল্যাগ লক্ষণ থাকে, তাহলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হন। সময়মতো সঠিক চিকিৎসা নিলে বড় জটিলতা এড়ানো সম্ভব।
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ, রায়েরবাগ
এপয়েন্টমেন্ট: 09610995555
তথ্যের জন্যঃ 01898201466
নিয়মিত রোগী সচেতনতা পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন।
Rehabilitation programs play vital role in spine problems (neck, upper back, lower back). To know detail about rehabilitation program click here
Patients may need surgery when conservative treatment fails or have "Red Flag Signs". To view some of our previous surgery click here
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes