DDH / ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ কী?
নবজাতক বা শিশুর হিপ জয়েন্ট (কোমর) এর বেশ কিছু ধরণের জন্মগত সমস্যাকে একত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসিটাবুলাম এর গভীরতা কমে যাওয়া থেকে হিপ ডিসলোকেশন পর্যন্ত হতে পারে।
গর্ভে শিশু উল্টে থাকা
প্রথম শিশুদের ক্ষেত্রে
মেয়ে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি
পারিবারিক/ জিনগত কারণে ঝুঁকি বাড়ে
নবজাতকের ক্ষেত্রে– এক পা ছোট থাকা, উরুর চামড়ার ভাঁজে অসমতা, আক্রান্ত পায়ের নড়াচড়ায় সমস্যা ইত্যাদি
শিশুদের ক্ষেত্রে– খুঁড়িয়ে হাঁটা, হাসের মত পা ফেলে হাঁটা, এক পায়ে বুড়ো আঙুলে ভর দিয়ে হাঁটা ইত্যাদি
নবজাতকের ক্ষেত্রে– ফিজিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে
৬ মাসের কম শিশুদের ক্ষেত্রে– হিপের আল্ট্রাসনোগ্রাম
এক্সরে হিপ – বড় শিশুদের ক্ষেত্রে
শিশুর বয়স, রোগের মাত্রা ইত্যাদির উপর ভিত্তি করে চিকিৎসার ধরণ নির্ধারন করা হয়।
পাভলিক হার্নেস
দুটি ডায়াপার পড়ানো
অপারেশন
আপনার নবজাতক / শিশুর মধ্যে উল্লেখিত কোন ধরণের অসংলগ্নতা পরিলক্ষিত হলে অতিদ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
USG of Hip
Osteotomy in DDH
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes
Image Source: Apley & Solomon’s System of Orthopaedics and Trauma 10th Edition