অর্থোপেডিক নানা ধরণের সমস্যা নিয়ে অনেক ধরণের প্রশ্ন থাকে আমাদের মনে। রোগীর চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে রোগ সম্পর্কে রোগীকে সুস্পষ্ট ধারণা দেয়া। রোগের লক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসার ধরণ রোগ বিশেষে ভিন্ন হয়ে থাকে। সার্বিক ধারণা রোগী এবং চিকিৎসকের জন্য চিকিৎসা সেবাকে সহজ করে তোলে।
নবজাতক বা শিশুর হিপ জয়েন্ট (কোমর) এর বেশ কিছু ধরণের জন্মগত সমস্যাকে একত্রে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলা হয়ে থাকে। এর মধ্যে এসিটাবুলাম এর গভীরতা কমে যাওয়া থেকে হিপ ডিসলোকেশন পর্যন্ত হতে পারে।
এটি শিশুদের হিপ জয়েন্ট (কোমরের জোড়া) এর একটি রোগ যাতে ফিমারের হেড (উরুর হাড়ের গোল বলের মত মাথা) টি রক্ত প্রবাহে ঘাটতির কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
আপনার সদ্য টিনেজ কিশোর/কিশোরী কি হাটু/কুচকিতে ব্যথার কথা বলছে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছে? হতে পারে সে স্লিপড ক্যাপিটাল ফিমোরাল এপিফাইসিস সমস্যায় ভুগছে।
রিকেটস রোগে শিশুদের হাড়ের গঠন দুর্বল হয়, হাড় বাঁকা হয়ে যায়। এছাড়াও শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
বাচ্চা খেলতে গিয়ে হঠাৎ করেই হাঁটুতে তীব্র ব্যথা। বাচ্চা দাঁড়াতে পারছে না এবং হাঁটু ফুলে গেছে। এরকম হলে হাঁটুতে Tibial Apophysis Injury হতে পারে।
ফ্র্যাকচার বা হাড় ভাঙা একটি মেডিকেল ইমার্জেন্সি। হাড় ভাঙার চিকিৎসা নিয়ে আমাদের সমাজে নানা ধরণের কুসংস্কার প্রচলিত আছে। কবিরাজি অপচিকিৎসায় অনেকেরই হাত পা নষ্ট হয়ে যায়। প্রাথমিক করনীয় সম্পন্ন করার পর যথাযথ চিকিৎসার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
খেলোয়াড় ছাড়াও সাধারণ রোগীরা নানান ধরনের স্পোর্টস ইনজুরি যেমন, হাঁটু, গোড়ালি, কবজি, কাঁধ মচকানো অথবা ভেঙে যাওয়া নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। তাৎক্ষণিক এবং সঠিক প্রাথমিক চিকিৎসা দীর্ঘমেয়াদী জটিলতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গাউট বা গেটেবাত হাড়ের জয়েন্ট বা জোড়াগুলোর এক ধরনের প্রদাহজনিত রোগ। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গাউট থেকে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।