বাচ্চা খেলতে গিয়ে হঠাৎ করেই হাঁটুতে তীব্র ব্যথা। বাচ্চা দাঁড়াতে পারছে না এবং হাঁটু ফুলে গেছে। এরকম হলে হাঁটুতে Tibial Apophysis Injury হতে পারে।
হাঁটু তৈরি হয় ফিমার, টিবিয়া এবং প্যাটেলা হাড়ের সমন্বয়ে। প্যাটেলা উপরে এবং নিচে দুটি টেন্ডনের সাথে সংযুক্ত থাকে। নিচের দিকের প্যাটেলার টেন্ডন টিবিয়াল টিউবারসিটির সাথে সংযুক্ত থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এই অংশটি গ্রোথ প্লেট দিয়ে সংযুক্ত থাকে যা পরবর্তীতে টিবিয়ার সাথে ফিউজড হয়ে যায়। একে টিবিলায় এপোফাইসিস বলা হয়।
বয়ঃসন্ধিকালে হঠাৎ শারীরিক বৃদ্ধি
হাঁটু এক্সটেনশন বা সোজা করার ক্ষেত্রে হঠাৎ তীব্র জোর/ আঘাত লাগা
অধিক শারীরিক ওজন/ ওবেসিটি
হাঁটু ফুলে যাওয়া
তীব্র ব্যথা
দাঁড়াতে এবং হাঁটতে না পারা
শারীরিক পরীক্ষা নিরীক্ষা, এক্সরে
ডিসপ্লেসমেন্ট কম হলে প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করা যায়।
ডিসপ্লেসমেন্ট বেশি হলে অপারেশন করতে হয়।
আপনার শিশু/ কিশোরের মধ্যে উপরের লক্ষণগুলো দেখতে পেলে দ্রুত একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে হাঁটুর কার্যক্ষমতা পুরোপুরি ফিরে আসে।
Operation done with Modified Tension Band wiring
Post operative X-ray
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes
Image Source: Dr. Reaz Mahmud