অর্থোপেডিক সার্জারির রোগীর দ্রুত সেরে ওঠা ও যথাযথ সেবা নিশ্চিতের জন্য রোগী এবং রোগীর পরিবারের প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অপারেশন পরবর্তি দ্রুত সেরে ওঠার জন্য প্রয়োজন যথাযথ সেবা এবং আরামদায়ক পরিবেশ। বাসায় আরামদায়ক পরিবেশ এর জন্য
আরামদায়ক চেয়ার
হাটা-চলার সাপোর্টের জন্য গ্র্যাব-রেইল বা দেয়ালে হাতল বসানো
হুইলচেয়ার চলাচলের জন্য সুপরিসর স্থান গুরুত্বপূর্ণ
প্রয়োজনীয় সামগ্রীর যথাযথ যোগান নিশ্চিতকরণঃ
পুষ্টিকর খাবার
প্রয়োজনীয় ঔষধপত্র
ফোন চার্জার ইত্যাদির ব্যবস্থা রাখা।
অর্থোপেডিক অপারেশন সাধারণত মেজর সার্জারি হয়ে থাকে। এর থেকে পূর্ণ সুস্থ্যতায় ফিরে আসা কখনো দীর্ঘমেয়াদি হয়। এর জন্য প্রয়োজন রোগীর এবং তার স্বজনদের পর্যাপ্ত ধৈর্য্য ও সহনশীলতা। নিয়মিত প্রার্থনা, পারিবারিক সাপোর্ট, প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং রোগীর মানসিক সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
রোগীর বা তার নিকটাত্মীয়ের লিখিত সম্মতিপত্র
প্রয়োজনীয় ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইন্সুরেন্স এর জন্য সঠিকভাবে নামের বানান, বয়স ইত্যাদি উল্লেখ করা।
CBC
RBS
S. Creatinine
S. Electrolytes
Blood Grouping & Rh Typing
Cross matching (রক্ত পরিসঞ্চালন প্রয়োজন হলে)
HBsAg
Anti-HCV
Chest X-ray
ECG
Echocardiogram
কী কী ঔষধ নিয়মিত সেবন করছেন
কোন খাবার/ ঔষধে এলার্জি আছে কী না
অসংক্রামক রোগ যেমনঃ
হাইপারটেনশন
রক্তে অতিরিক্ত চর্বি
হার্টের সমস্যা
স্ট্রোক
থাইরয়েড এর সমস্যা
ডায়বেটিস ইত্যাদি
ধুমপান বন্ধ করা
এলকোহল বন্ধ করা
ওজন কমানো
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ব্যয়াম করা ইত্যাদি