স্পোর্টস ইনজুরি বা খেলাধুলাজনিত আঘাত এথলেট বা পেশাদার খেলোয়াড়দের জন্য একটি সচরাচর ঘটনা হলেও সাধারণ রোগীরা নানান ধরনের স্পোর্টস ইনজুরি যেমন, হাঁটু, গোড়ালি, কবজি, কাঁধ মচকানো অথবা ভেঙে যাওয়া নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন। তাৎক্ষণিক এবং সঠিক প্রাথমিক চিকিৎসা দীর্ঘমেয়াদী জটিলতা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাংসপেশীতে টান / খিচ ধরা।
গোড়ালি মচকানো।
হাঁটু মচকানো।
কবজি মচকানো।
কাঁধের হাড় সরে যাওয়া।
হাঁটুর লিগামেন্ট (এসিএল, পিসিএল, মেনিস্কাস, কোল্যাটেরাল) ছিঁড়ে যাওয়া।
হাতের কবজি, পায়ের গোড়ালি বা হাঁটুর হাড় ভেঙে যাওয়া।
ব্যথা- মাঝারি থেকে তীব্র হতে পারে।
আক্রান্ত জোড়া বা অঙ্গ ফুলে যাওয়া।
কালচে/ লাল হয়ে যাওয়া।
চাপে ব্যথা অনুভব করা।
আক্রান্ত অঙ্গের তাপমাত্রা বেড়ে যাওয়া।
আক্রান্ত অঙ্গের অস্বাভাবিক নড়াচড়া (ভেঙে যাওয়ার ক্ষেত্রে)
আক্রান্ত অঙ্গকে নড়াচড়া না করা।
বরফ দিয়ে সেক দেয়া
চাপ দিয়ে ধরে রাখা।
আক্রান্ত অঙ্গকে উঁচু করে রাখা।
ব্যথার জন্য প্যারাসিটামল বা ননস্টেরয়ডাল এন্টি-ইনফ্লামাটরি ড্রাগস ব্যবহার করা যেতে পারে, তবে যে কোন ঔষধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত।
এক্সরে
সিটি স্ক্যান
বোন স্ক্যান
এম আর আই
প্রাথমিক চিকিৎসা অথবা পরবর্তী চিকিৎসার জন্য।
হাড় ভেঙে গেলে।
জোড়া মচকে যাওয়ার সঠিক চিকিৎসার জন্য।
লিগামেন্ট ছিড়ে যাওয়ার সঠিক চিকিৎসার জন্য।
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes