রিকেটস রোগে শিশুদের হাড়ের গঠন দুর্বল হয়, হাড় বাঁকা হয়ে যায়। এছাড়াও শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
শিশুর পা বাঁকা হওয়া
হাতের কবজি এবং পায়ের গোড়ালি মোটা হয়ে যাওয়া
শারীরিক বৃদ্ধি ব্যহত হওয়া
হাড়ে ব্যথা
মাংসপেশীর দুর্বলতা
প্রধাণত ভিটামিন–ডি এর অভাবে হয়। এছাড়াও ক্যালসিয়াম এর অভাব এবং জিনগত কারনেও রিকেটস হতে পারে।
শারীরিক পরীক্ষা নিরীক্ষা, এক্সরে এবং ল্যাব ইনভেস্টিগেশন (S. Calcium, Phosphorus, ALP) ইত্যাদি
মূলত ভিটামিন–ডি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত রোদের আলোয় রাখা রিকেটস চিকিৎসার মূল ভিত্তি। ছাড়াও প্রয়োজনে অন্যান্য ঔষধ, ক্ষেত্রবিশেষে সার্জারির প্রয়োজন হতে পারে।
রিকেটস মূলত শিশুর শারিরীক গঠনে ভিটামিন–ডি, ক্যালসিয়াম এর অভাবে হলেও জিনগত কারন, অপর্যাপ্ত রোদের আলো, অপুষ্টিকর খাবার, গর্ভবতী মায়ের অপুষ্টি এবং ভিটামিন–ডি এর ঘাটতির কারনেও হতে পারে। রিকেটস প্রতিরোধে মায়ের গর্ভকালীন সময় থেকেই সচেতনতা জরুরী। শিশুর মধ্যে রিকেটস এর লক্ষন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
Bowing of leg
Cupping & Fraying in metaphysis
Important Note
Aimed at providing insights into various health issues
Not intended for treatment purposes
Image Source: Apley & Solomon’s System of Orthopaedics and Trauma 10th Edition